6/29/11

মনে রেকো আমাই

আমার প্রতিটি প্রাথনাই হয়
তোমার মঙ্গল কামনাই
এমন একটি মূহূত্ত নেই
তোমাকে মনে পড়েনা
প্রতিটি নিশ্বাসে নিবিড়
ভাবে মিশে আছো তুমি
তুমি বীনে হাজার বার
জন্ম নিতে আমি চাইনা
তোমাকে পেয়ে মরনে
আমার কোন দূঃখ নেই
জানি তোমার ভালবাসা
এই জন্মে আর পাওয়া হবেনা
ভাল আমাই নাইবা বাসো
শুধু সকলি কাজের পরে হলেও
ক্ষনিকের লাগি মনে রেকো আমাই

No comments:

Post a Comment

স্বাগতম

আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com