7/7/11

আমি আর তুমি

আমি আর তুমি
একটি সুতোই গাথা
দুটি মুক্তা
হয়তো এক দিন
দুটি মুক্তা সুতোর এক
প্রান্তে মিলন হবে
হয়তো বা দুটি
মুক্তা মিলনের আগেই
সুতোর কোন এক
প্রান্ত ছিড়ে যাবে

No comments:

Post a Comment

স্বাগতম

আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com