এইতো আছি ভালো "অন্ধকারকে" বেসে ভালো
আলো তুমি আসো কেনো ক্ষনিকের লাগি
বিজলির মতো
বিজলির আলো বড়োই নিষ্ঠুর তোমার মন
সে তো আমি জানি
তবে তুমি আসো কেনো "মোর" অন্ধকার ভুবনে
ও বিজলির আলো তুমি কি আমার লাগি হতে পারো
"কিরণের আলো"
যদি পারো হতে "তুমি" কিরণের আলো
তবে এসো তুমি করিতে আলো "মোর" অন্ধকার ভুবনে
ও বিজলির আলো জানি তুমি পারবেনা হতে "কভু"
কিরণের আলো
এইতো আছি ভালো "অন্ধকারকে"বেসে ভালো...............।
অসীম ১২/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন
No comments:
Post a Comment