9/12/10

তবু আমি সুখীঁ

আমাই কষ্ট দিয়ে তুমি যদি সুখঁ খুজে পাও
হোকনা আমার যতোই কষ্ট
তবু আমি সুখীঁ
কারন তোমাই আমি ভালবাসি
আমার প্রানের চেয়ে বেশি
জলতে আমি শিকেছি ভালবাসার আগুনে
সে আগুন দীগুন হলো
তোমার প্রেমের মাতাল হাত্তয়ার কারনে
এ আগুন নিভবে নাতো
আমার মরণ ক্ষনের পূর্বে।।
অসীম 12/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন

No comments:

Post a Comment

স্বাগতম

আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com