আজি তোমার যতো দূঃখ
আমাই দিয়ে দাও
বিনিময়ে আমার সব টুকু
সূখ তোমাই দিলাম।
নয়নের সব গুলি কান্নার
জল তোমার
আমাই দিয়ে দাও
বিনিময়ে আমার সব টুকু
নির্মল হাঁসি তোমাই দিলাম।
তোমার জীবনের সব গুলো ব্যথতা
আমাই দিয়ে দাও
বিনিময়ে আমার জীবনের সব গুলি
সফলতা তোমাই দিলাম
তোমার জীবনের শেষ মুহুর্ত ক্ষনটি
বিধাতার কাছ থেকে
আমি চেয়ে নিলাম
বিনিময়ে আমার জীবনের
আগামী সূখের সব গুলি দিন
বিধাতার কাছে
তোমার দীর্ঘতম আয়ু
কামনাই দিয়ে গেলাম
অসীম ১৪/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন
No comments:
Post a Comment