9/14/10

বিনিময়ে আমার সব টুকু

আজি তোমার যতো দূঃখ
আমাই দিয়ে দাও
বিনিময়ে আমার সব টুকু
সূখ তোমাই দিলাম।

নয়নের সব গুলি কান্নার
জল তোমার
আমাই দিয়ে দাও
বিনিময়ে আমার সব টুকু
নির্মল হাঁসি তোমাই দিলাম।

তোমার জীবনের সব গুলো ব্যথতা
আমাই দিয়ে দাও
বিনিময়ে আমার জীবনের সব গুলি
সফলতা তোমাই দিলাম

তোমার জীবনের শেষ মুহুর্ত ক্ষনটি
বিধাতার কাছ থেকে
আমি চেয়ে নিলাম
বিনিময়ে আমার জীবনের
আগামী সূখের সব গুলি দিন
বিধাতার কাছে
তোমার দীর্ঘতম আয়ু
কামনাই দিয়ে গেলাম

অসীম ১৪/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন

No comments:

Post a Comment

স্বাগতম

আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com