9/13/10

শিশিরের ঝুমুতে

সারা রাত শিশিরের ঝুমুতে
ভিজেছে যে ফুল
ভোরের বাতাসের শিহরনে
কেঁপে উঠলো সে ফুল
বাতাসের স্পর্শে ফুলকে
শিহরিত হতে দেখে
ফুল থেকে ঝড়ে পরলো
শিশির কনা
আহতো শিশির রাকতে পারলোনা জল
নিজের ছোঁখে
চলে গেলো শিশির চরম অভিমানে
থাকলোনা ফুলও আর এই নিষ্ঠুর ভূবনে
তবে ফুল জেনে গেলোনা
শিশির আর কোন দিন কাওকে ভালোবাস বেনা.......................
..........................
তবে ফুল জেনে গেলোনা
শিশির আর কোন দিন কাওকে ভালোবাস বেনা।

সংগ্রহঃ বাংলা নাটক,রাইফেল সবুজ
অসীম ১৩/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন

No comments:

Post a Comment

স্বাগতম

আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com