সারা রাত শিশিরের ঝুমুতে
ভিজেছে যে ফুল
ভোরের বাতাসের শিহরনে
কেঁপে উঠলো সে ফুল
বাতাসের স্পর্শে ফুলকে
শিহরিত হতে দেখে
ফুল থেকে ঝড়ে পরলো
শিশির কনা
আহতো শিশির রাকতে পারলোনা জল
নিজের ছোঁখে
চলে গেলো শিশির চরম অভিমানে
থাকলোনা ফুলও আর এই নিষ্ঠুর ভূবনে
তবে ফুল জেনে গেলোনা
শিশির আর কোন দিন কাওকে ভালোবাস বেনা.......................
..........................
তবে ফুল জেনে গেলোনা
শিশির আর কোন দিন কাওকে ভালোবাস বেনা।
সংগ্রহঃ বাংলা নাটক,রাইফেল সবুজ
অসীম ১৩/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন
No comments:
Post a Comment