কেনো আজ আমার মনে
জমেছে হাজারো কথা
কারে বলবো আমি
এই প্রানের কথা
কে শুনবে আমার কথা
আজ বড়ই একা একা লাগে নিজেকে
কেমনে বুজাই এবুঝ মনকে
নেইতো কেও আমার আজ
নইতো আমি কারো
কেও নইতো আমার
স্বাগতম
আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com
No comments:
Post a Comment