9/23/10

অপেক্ষাই থাকবো আমি অনন্তকাল

তুমি আছো তাই আমি কবিতা লিখি।
তুমি বলো তাই আমি গান করি।
তুমি ভীষন্ন তাই দিলে ডুব
আমি বিরহের আগুনে পুড়ি।
তুমি আজ নেই বলে
কবিতা আমার হলোনা লিখা।
তুমি নিজেকে আমার থেকে করেছো আড়াল
জীবনের অথ খুজতে ।
তাই বলে আমি তোমাই ভুলবো নাতো কভু
অপেক্ষাই থাকবো আমি অনন্তকাল
তোমার ফিরে আসার পথ চেয়ে।
জানি আমি তুমি ফিরে আসবে আবার
আমার কাদাঁ ভরা উঠোনে।
অপেক্ষাই থাকবো আমি অনন্তকাল

No comments:

Post a Comment

স্বাগতম

আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com