রাএি করে অপেক্ষা
কখন ফিরিয়া আসিবে আবার
রাএির বুকে দিবা
............................
দিবা করে অপেক্ষা
কখন ফিরিয়া আসিবে আবার
দিবার বুকে রাএি।
..........................
""অপেক্ষাই আছি তোমার
কখন ফিরিয়া আসিবে আবার
তুমি মোর প্রানে""
.........................
সেই মুখ ভরা ভালোবাসার কথা নিয়ে
প্রান জুড়ানো স্নেহের পরশ নিয়ে
তোমার হৃদয় কাননে সদ্য ফোটা
সেই লাল গোলাপ হাতে নিয়ে
"কখন ফিরিয়া আসিবে তুমি মোর প্রানে"
.........................
""অপেক্ষাই আছি তোমার কখন ফিরিয়া আসিবে আবার
তুমি মোর প্রানে""
........................
কি মোর অপরাধ বলে যাও মোরে
শাস্তি তোমার মনে লই যাহা
দিয়ে যাও মোরে
তবু ফিরিয়া আসো তুমি
এই দুঃখিনীর প্রানে।
.......................
""অপেক্ষাই আছি তোমার কখন ফিরিয়া আসিবে আবার
তুমি মোর প্রানে""
......................
অপেক্ষা কতো খানি কষ্টের
তুমি কি যানো তাহা
বুঝতে পারো কি তুমি
কষ্ট আমার ভীষম প্রানে
পারিনা সহিতে আর আমি
এ নিদারুন জাতনা।
......................
""অপেক্ষাই আছি তোমার কখন ফিরিয়া আসিবে আবার
তুমি মোর প্রানে""
.....................
শুধু একবার এসে
উকি দিয়ে দেখে যাও
মোর প্রানে
কতো টুকু ভালবাসা
রেকেছি পরম যত্নে
শুধু তোমারি জন্যে
......................
""অপেক্ষাই আছি তোমার কখন ফিরিয়া আসিবে আবার
তুমি মোর প্রানে""
"দেহে মোর যতদিন রহিবে প্রান .......................
অসীম ১৭/০৯/১০
আমার এই কবিতার কথা গুলি
আমার প্রিয় একজনের
আমি তার মনের কষ্টকে
কবিতাই রুপ দেয়ার চেষ্টা করেছি
জানিনা কতটুক তুলে ধরতে পেরেছি
No comments:
Post a Comment