আজি প্রানে মোর বইছে
এখোন অজানা অছেনা
এলো মেলো হাওয়া
এখোন নাম না জানা
খানিক ভালো লাগা সুখের অনুভূতি।
ছিলাম তো আমি বেশ ভালো
হঠাৎ করে কি হতে কি হয়ে গেলো
কল্পনাই ভাবিনি তো কভু
ঘটে যাবে এমন
সে ছিলো সাত সমুদ্র তের নদীর ওপারে
আমি ছিলেম এপারে
আজ ও সে ওপারে আমি এপারে
জানিনে সে ওপার ছেড়ে
আসবে কি কভু এপারে।
ভয় হয় বড় বেশি
গভীর ভাল লাগা
এ সুখের হাত ছানি
হবে কি মোর জীবনের আগামী.............................
No comments:
Post a Comment