9/20/10

হবে কি মোর জীবনের আগামী

 আজি প্রানে মোর বইছে
এখোন অজানা অছেনা
এলো মেলো হাওয়া
এখোন নাম না জানা
খানিক ভালো লাগা সুখের অনুভূতি।

ছিলাম তো আমি বেশ ভালো
হঠাৎ করে কি হতে কি হয়ে গেলো
কল্পনাই ভাবিনি তো কভু
ঘটে যাবে এমন
সে ছিলো সাত সমুদ্র তের নদীর ওপারে
আমি ছিলেম এপারে
আজ ও সে ওপারে আমি এপারে
জানিনে সে ওপার ছেড়ে
আসবে কি কভু এপারে।

ভয় হয় বড় বেশি
গভীর ভাল লাগা
এ সুখের হাত ছানি
হবে কি মোর জীবনের আগামী.............................

No comments:

Post a Comment

স্বাগতম

আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com