আমার এ গান কোনো দিন শুনিবেনা তুমি এসে
আজ রাএি আমার আহবান ভেসে যাবে পথের বাতাসে
তবুও হৃদয়ে গান আসে
ডাকিবার ভাষা তবুও ভুলিনা আমি
তবুও ভালোবাসা জেগে থাকে প্রানে
পৃথিবীর কানে নক্ষএের কানে তবুও গাই গান
কোনো দিন শুনিবেনা তুমি তাহা
জানি আমি
আজ রাএি আমার আহবান ভেসে যাবে পথের বাতাসে
তবুও হৃদয়ে গান আসে
তুমি জল তুমি ঢেউ
সমুদ্রের ঢেউ এর মতোন তোমার দেহের বের
তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে
কোন ঢেউ তার বুকে গিয়ে ছিলো লেগে
কোন অন্ধকারে জানেনা সে
কোন ঢেউ তারে অন্ধকারে খুজেছে কেবল জানেনা সে
রাএির শিন্দুর জল রাএির শিন্দুর ঢেউ তুমি
সংগ্রহ বাংলা নাটক তুমি থাকো সিন্ধুপাড়ে
অসীম ১২/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন
No comments:
Post a Comment