আকাশের কষ্ট বৃষ্টি হয়ে
ঝরে পড়ে ধরনীর বুকে
কষ্ট বিহীন নীল আকাশ
রংধনুর সাত রঙ্গে
নিজেরে সাজাই শরৎ এর আগমনে।
আমার কষ্ট কভু
আসে নাতো জল হয়ে
নয়নের বাইরে
তাই কষ্ট আমার সঙ্গী হলো
জীবন চলার পথে
তাই স্বপ্ন আমি দেখিনা কভু
রজনী কভু হবে আমার
কষ্ট বিহীন সূখের।
সমুদ্রের প্রানে জমলে কথা
হাঁটু জলের ভাটার নদীতে
জোয়ার আসে প্রবল স্রোতে
প্রানে মোর জমলে কথা
আসে নাতো সে কথা
বুক পেটে মুখে
কারন খুঁজে পাইনি আজো
এমন কোন প্রান
মোর মুখের কথা
সৃষ্টি হবে যে প্রানে ভালোবাসা।
অসীম ১৩/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন
No comments:
Post a Comment