9/12/10

শুধু বলতে পারিনি তোমাই

আমি বলেছি তোমার কথা
ওই দূর আকাশের মেঘের দেশে
তুমি ভিজেছো কি
ওই মেঘের রিমঝিম বৃষ্টির জলে

আমি সমুদ্রের সব গুলি
ঢেউ কে বলেছি
আমি তোমাই কতো ভালবাসি
তুমি করেছো কি কভু
সমুদ্র স্লান

আমি গোধুলীর আলোকে বলেছি
বলতে তোমাই
আমার মনের কথা
তুমি ছুঁয়ে দেকেছো কি কখনো
গোধুলী আলো
স্নেহের পরশে গভীর আবেসে কোমল হাতে

আমি বলেছি তোমার কথা
আকাশে বাতাসে গগনে কাননে
গানের সুরে কবিতার মাঝে
পৃথিবীর সব গুলি সৃষ্টির মাঝে
শুধু বলতে পারিনি তোমাই

অসীম ১২/৯/২০১০
প্লীজ কমেন্ট করুন

No comments:

Post a Comment

স্বাগতম

আমি সম্পুর্ন নতুন লেখক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি কবিতা পড়তে ভালবাসি।কবিতা লিখতে ভালবাসি।
আমার নিজের লিখা কিছু কবিতা আছে।
আর কিছু কবিতা সংগ্রহ করা।
কবিতা গুলির লেখক কে আমার জানা নেই
তবে কবিতা গুলির লেখকের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো
আপনার মতামত জানান আমাকে
ashimlive55@gmail.com